চসিকের সার্ভার হ্যাক করে জন্ম সনদ জালিয়াতি, ৫ জেলায় অভিযানে গ্রেপ্তার ৫
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সার্ভারে অনুপ্রবেশ করে জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির ঘটনায় ৫ জেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হ্যাকারসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম বিভাগ।
চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর ও সিরাজগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। আগামীকাল রোববার দুপুর ১২টায় দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ের একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।'
গত ৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সার্ভারে অনুপ্রবেশ করে প্রায় ৫০০টি জন্মসনদ ইস্যু করে একটি চক্র।
পরে এই ঘটনায় নগরীর খুলশী থানায় একটি মামলা হয়। মামলা তদন্ত করতে গিয়ে গত ২৩ জানুয়ারি কাউন্টার টেররিজম বিভাগ পতেঙ্গা থেকে এক কিশোরসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এ মামলায় নির্বাচন কমিশন থেকে বরখাস্ত হওয়া অফিস সহকারী জয়নালকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments