রেকর্ড গড়ে ষষ্ঠ সপ্তাহে পরাণ
ত্রিভুজ প্রেমের সিনেমা পরাণ মুক্তি পেয়েছে ১০ জুলাই। সিনেমাটির মুক্তির ১ মাস হলো আজ। তবে ১ মাসেও এ সিনেমার আবেদন কমেনি।
দীর্ঘদিন পর পরাণ সিনেমার মধ্যে দিয়ে এদেশের কোনো সিনেমা টানা প্রদর্শনের রেকর্ড গড়তে চলেছে। আগামী শুক্রবার ষষ্ঠ সপ্তাহেও দেশের ৩০টিরও বেশি প্রেক্ষাগৃহে পরাণ প্রদর্শিত হবে ।
প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস লিমিটেডের পরিচালক ইয়াসির আরাফাত দ্য ডেইলি স্টারকে বলেন, 'আরও বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে পরাণ সিনেমার চাহিদা রয়েছে। কিন্ত পাইরেসির ভয়ে সব প্রেক্ষাগৃহে দিতে চাচ্ছি না।'
তিনি বলেন, 'আমার বিশ্বাস আরও কয়েক সপ্তাহ সিনেমাটি চলবে। অভাবনীয় সাড়া পাওয়ায় দর্শকদের কাছে আমরা কৃতজ্ঞ।'
পরাণ সিনেমার নায়িকা বিদ্যা সিনহা মিম বলেন, 'টানা ১ মাস ধরে পরাণ যেভাবে দর্শকরা আগ্রহ নিয়ে দেখছেন, তা সত্যিই মৃগ্ধ করেছে আমাকে। দর্শকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরাণ রেকর্ড গড়েছে।'
পরাণ সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা শরীফুল রাজ বলেন, 'আমার জীবনে ২ রকম আনন্দ কাজ করছে আজ। এক হচ্ছে পরাণের সাকসেস এবং অপরটি বাবা হওয়া।'
ইয়াশ রোহান বলেন, 'অনেক বছর পর পরাণ সিনেমা দিয়ে টানা প্রদর্শনীর মাধ্যমে ঢাকাই সিনেমা রেকর্ড গড়তে চলেছে।'
ঢাকার মধুমিতা হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, 'পরাণ এখনও আমার হলে চলছে এবং বেশ ভালো সাড়া পাচ্ছে। সিনেমা শিল্পের জন্য এটা ইতিবাচক দিক।'
রায়হান রাফী পরিচালিতপরাণ সিনেমায় মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান ছাড়াও আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, মিলি বাশার।
১ মাস আগে পরাণ মুক্তি পেয়েছিল ১১টি প্রেক্ষাগৃহে। এরপর ৪৫টি এবং চতুর্থ সপ্তাহে ৬০টি প্রেক্ষাগৃহে চলেছে এ সিনেমা। আগামী শুক্রবার ষষ্ঠ সপ্তাহে ৩০টি প্রক্ষাগৃহে চলবে পরাণ।
Comments