জন্মদিন পালনের কথা বলে হোটেলে নিয়ে নারী চিকিৎসককে হত্যা: র‌্যাব

অভিযুক্ত রেজাউলকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

জন্মদিন পালনের কথা বলে ডা. জান্নাতুল নাঈম সিদ্দীককে (২৭) রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেলে নিয়ে অভিযুক্ত মো. রেজাউল করিম (৩১) হত্যা করেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

অভিযুক্তের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই চিকিৎসকের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। ২০২০ সালের অক্টোবরে তারা বিয়ে করেন। এরমধ্যে অভিযুক্তের সঙ্গে একাধিক নারীর সম্পর্ক আছে বলে জানতে পারেন ওই চিকিৎসক। বিষয়টি নিয়ে চিকিৎসক অভিযুক্তকে রেজাউলকে বিভিন্ন সময় কাউন্সেলিং বা তার সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে এই নিয়ে তাদের মাঝে বিভিন্ন সময় বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

এসবের জেরে রেজাউল ওই নারী চিকিৎসককে হত্যার পরিকল্পনা করেন। সর্বশেষ গত ১০ আগস্ট জন্মদিন উদযাপনের কথা বলে রেজাউল ভুক্তভোগীকে পান্থপথের আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীর সঙ্গে রেজাউলের কথা কাটাকাটি, বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। সেসময় রেজাউল ধারালো ছুরি দিয়ে ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পরবর্তীতে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর রেজাউল চট্টগ্রামে পালিয়ে যায়।

গত ১০ আগস্ট রাতে পান্থপথের আবাসিক হোটেল থেকে নারী চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম সিদ্দীকের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায়  পরে গতকাল চট্টগ্রাম থেকে মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করে র‌্যাব।

Comments

The Daily Star  | English

‘SAARC remains a top priority for both of us’

Chief Adviser Yunus discusses revitalising regional cooperation with Pakistani Foreign Minister Ishaq Dar

17m ago