বিআরটি প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ মেয়র আতিকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি

রাজধানী ঢাকার উত্তরায় গার্ডার চাপায় ৫ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাস র‌্যাপিড ট্রানজিটের (বিআরটি) কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উত্তরায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।

আতিক বলেন, আমি বলেছি, সব কাজ বন্ধ করে দেবো। রোড সেফটির জন্য যা যা আছে আমাদের আপনারা সব কিছু দেবেন। রোড অ্যান্ড হাইওয়েজের যিনি সচিব তার সঙ্গে কথা হয়েছে, আগামী পরশু তাদের সঙ্গে বসবো।

তিনি বলেন, শুধু এই প্রকল্প না, যতগুলো প্রকল্প ঢাকা শহরে চলছে, সব প্রকল্পের জন্য ডিএনসিসির কাছে পুরো কমপ্লায়েন্স দেখাতে হবে। কমপ্লায়েন্স কিন্তু শুধু রোড সেফটি না, ইলেকট্রিক্যাল সেফটি, বায়ু দূষণ আছে। কোম্পানি সব কিছু সই করে বাংলাদেশ সরকারের কাছ থেকে টাকাটা পাচ্ছে—এ রকম না যে সরকার টাকা দেয়নি।

সবচেয়ে বড় কথা হচ্ছে খামখেয়ালি। এখানে খামখেয়ালিকে আমি সব থেকে বড় করে দেখছি। গতকাল কাজ করবে সে ধরনের কোনো নোটিশ তারা দেয়নি, বলেন ডিএনসিসি মেয়র।

এত দিন কেন ব্যবস্থা নেওয়া হয়নি—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি গত বৃহস্পতিবার সব প্রকল্পের ব্যবস্থাপকদের ডেকেছিলাম। আমি তাদের বলেছি, জনদুর্ভোগ যেন না হয়। কোনো ধরনের দুর্ঘটনা যেন না হয়। সিটি করপোরেশনের ঠিকাদারদেরও কমপ্লায়েন্স মেনে চলতে হবে। কমপ্লায়েন্স নিশ্চিত হওয়ার পরে সড়কে কাজ হবে। আজকে সিমেন্ট পড়ে গেলে, রড পড়ে গেলে আরেকটি দুর্ঘটনা ঘটবে।

Comments

The Daily Star  | English

Scorched at work: Global report revealed dire heat risks for workers

A joint report released by the World Health Organisation (WHO) and the World Meteorological Organisation (WMO) exposed the growing dangers of extreme heat on workers’ health and productivity worldwide.

27m ago