চকবাজারে অগ্নিকাণ্ড: হোটেল মালিক ১ দিনের রিমান্ডে

চকবাজারে একটি খাবার হোটেল থেকে লাগা আগুনে ৬ জন নিহত হন। ছবি: আমরান হোসেন

পুরান ঢাকার চকবাজার এলাকায় অগ্নিকাণ্ডে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ফকর উদ্দিনকে এক দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

চকবাজারের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাজীব কুমার সরকার আসামিকে সাতদিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করলে মহানগর হাকিম মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

তবে আসামিপক্ষ রিমান্ডের আবেদন বাতিল ও জামিনের আবেদন করেন।

আজ ভোরে কেরানীগঞ্জের শুভদিয়া এলাকা থেকে বরিশাল হোটেলের মালিককে আটক করে পুলিশ।

গতকাল সোমবার দুপুর ১২টার দিকে আগুন লেগে চারতলা ভবনের নিচতলায় ওই রেস্তোরাঁর ছয় জন কর্মী নিহত হন।

নিহতের পরিবার ও রেস্তোরাঁর অন্যান্য কর্মচারীরা জানান, যখন আগুন লাগে তখন রাতের দায়িত্বে থাকা কর্মচারীরা দোতলায় ঘুমাচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক বজরুল রশিদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে ভবনের প্লাস্টিক কারখানায় ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস বলেছে, রেস্তোরাঁর গ্যাস সংযোগের পাইপের ছিদ্র থেকে আগুন লেগে থাকতে পারে।

 

Comments

The Daily Star  | English

At least 10 incidents in 7 years: Why clashes between CU students and locals keep happening

Housing shortage, resentment, and administrative inaction blamed for repeated clashes

2h ago