চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন: ৬ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: স্টার

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, 'ঘটনাস্থল থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশীদ ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের চেহারা চেনা গেছে। বাকি ৫ জনের শরীর যেভাবে দগ্ধ হয়েছে, তাদের চেনা যাচ্ছে না। তাদের সবাইকে শোয়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে আরও মরদেহ আছে কি না খোঁজ চলছে।'  

এর আগে, আজ দুপুর ১২টায় ওই কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments