২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩.৮৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১২০ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ১৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৪ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ২ জন বরিশাল বিভাগের ও ৬ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ৪৯০ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩১৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ১৭৫ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৩৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

Comments

The Daily Star  | English

Students, teachers declare 'shutdown' at JnU

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

56m ago