বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যবসায়ীরা: বিডা

ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশে বিপুল পরিমাণে যৌথ বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ- বিডা।

আজ রোববার বিডা কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, গত ২৩ আগস্ট ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে 'কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি' (সিআইআই) ও 'ইন্ডিয়া- বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি' (আইবিসিসিআই) এর আয়োজনে 'ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা' শীর্ষক একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বলে জানান তিনি।

তিনি বলেন, 'বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে যৌথভাবে ভারতীয় কোম্পানি ৯টি ইওআই স্বাক্ষর করেছে। যে বিনিয়োগের পরিমাণ প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকার ওপরে। যেমন বাংলাদেশের নিটল নিলয় গ্রুপের সঙ্গে টিভিএস, থ্রি হুইলার কার্গোর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষরিত হয়। এছাড়া ভারতীয় বিনিয়োগকারীরা টাটা ডিজেল জেনেরেটর, মাস্টার্ড অয়েল জয়েন্ট ভেন্চার ইন বাংলাদেশ, মার্বেল অ্যান্ড গ্রেনাইট কাটিং অ্যান্ড পলিশিং জয়েন্ট ভেন্চার ইন বাংলাদেশ, জুয়েলারি ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড অ্যান্ড হ্যান্ড মেইড, ট্যুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টারপ্রাইজের সঙ্গে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।'

মো. সিরাজুল ইসলাম আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে ভারত সফর করবেন, তখন 'কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি' (সিআইআই) এর সঙ্গে তিনি বৈঠক করবেন। এর ফলে আরও বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।'

বিডা আয়োজিত ওই প্রেস বিফ্রিংয়ে আইবিসিসিআই এর প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, 'ভারতীয় বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী। বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য ভারতে রপ্তানি হয়। আমরা এটাকে ৩ বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনাসহ বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বাড়াতে কাজ করছি।'

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে আইবিসিসিআই এর সহ-সভাপতি শোয়েব চৌধুরী, আইবিসিসিআই এর সাধারণ সম্পাদক এস এম আবুল কালম আজাদসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

14h ago