কানাডায় ‘আল্লারাখা রহমান স্ট্রিট’

এ আর রহমান
এ আর রহমান। ছবি: রয়টার্স

অস্কারজয়ী ভারতের সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমানের নামে কানাডার অন্টারিও প্রদেশের মার্কহাম শহরের রাস্তার নামকরণ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে 'আল্লারাখা রহমান স্ট্রিট'।

আজ মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানিয়েছে।

মার্কহাম শহরে নিজের নামে রাস্তার নামকরণের ঘটনায় বিনয় প্রকাশ করে শহর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন 'রোজা'-খ্যাত মিউজিক কম্পোজার এ আর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, '… এমনটি ঘটবে জীবনে কল্পনাও করিনি। সবার প্রতি কৃতজ্ঞ। মার্কহামের মেয়র ফ্রাঙ্ক স্কারপিত্তি, কাউন্সেলর, ভারতীয় কনসুলেট জেনারেল ও কানাডার জনগণের প্রতি কৃতজ্ঞতা।'

আবেগতাড়িত হয়ে এ আর রহমান আরও লিখেন, 'আমার নামের অর্থ "করুণাময়", এটি সৃষ্টিকর্তার একটি গুণবাচক নাম।' তিনি আশা করেন, এটি কানাডায় শান্তি-সমৃদ্ধি আনবে।

অস্কারবিজয়ী এই সংগীত পরিচালক তার নিজ দেশের জনগণকেও ধন্যবাদ জানান। বিশেষ করে, তার সহযোগীদের যারা তাকে সংগীত চর্চায় উৎসাহ দিয়েছেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago