ম্যাগসাইসাই পুরস্কার পেলেন কম্বোডিয়া-ফিলিপাইন-জাপান-ফ্রান্সের ৪ জন

সথেরা চিহিম, বারমাদেত্তে জে মাদ্রিদ, তাদাশি হাত্তোরি ও গ্যারি বেনচেগহিব। ছবি: র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ওয়েবসাইট থেকে সংগৃহীত।

'এশিয়ার নোবেল' খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২২ ঘোষণা করেছে র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

আজ বুধবার অনলাইনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

এ বছর যারা পুরুস্কারটি পেয়েছেন তারা হলেন কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলে গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের মনোচিকিৎসক সথেরা চিহিম (৫৪), ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ (৬৪), জাপানের চক্ষু বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি (৫৮) এবং ফ্রান্সের পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও ইন্দোনেশিয়ার নদী রক্ষায় অগ্রণী ভূমিকাপালনকারী গ্যারি বেনচেগহিব (২৭)।

মনোরোগ বিশেষজ্ঞ সথেরা চিহিম নিজেও কম্পোডিয়ার হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়াদের একজন। তিনি তার জীবন খেমাররুজ শাসনামলের ভুক্তভোগীদের কল্যাণে ব্যয় করেছেন। তাদেরকে ট্রমা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন।

ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ ফিলিপাইনজুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করেছেন।

জাপানি চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি ভিয়েতনামে বিনামূল্যে চোখের সার্জারির জন্য পুরস্কারটি পেয়েছেন। ভিয়েতনামে এই ধরনের বিশেষজ্ঞ এবং সুবিধা সীমিত।

ফ্রান্সের পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব পরিবেশদূষণ থেকে ইন্দোনেশিয়ার নদী রক্ষার প্রচেষ্টার  স্বীকৃতি  হিসেবে এ পুরস্কার পেয়েছেন।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago