কাশিমপুর কারাগারে ২ বন্দির মৃত্যু

Kashimpur-central-jail
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার। স্টার ফাইল ছবি

গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ২ কয়েদির মৃত্যু হয়েছে।

কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, আজ সোমবার সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।

মৃত কয়েদিরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) এবং মাদারীপুর শিবপুর উপজেলার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২)।

দেলোয়ার জাহান বলেন, 'সকালে কয়েদি আবু বকর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এই কারাগারে বন্দি ছিলেন।'

তিনি আরও বলেন, 'কয়েদি খোকন বেপারী সকাল সাড়ে ৮টার দিকে কারাগারের ভেতরেই অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। তিনি মাদকসহ ৫টি মামলায় কারাগারে বন্দি ছিলেন।'

Comments

The Daily Star  | English

Govt divides tax authority in IMF-backed reform

An ordinance published last night disbands NBR and creates two new divisions

1h ago