বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। ছবি: স্টার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের সহকারী কমান্ডার এবং মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের প্রতিবাদে এক ঘণ্টা কলম বিরতি ও মানববন্ধন করেছেন মানিকগঞ্জ পৌর পরিষদের সদস্য, পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত কলম বিরতির পর মানিকগঞ্জ পৌরভবনের সামনে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন পৌরসভার নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীরা।

আধাঘণ্টার মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী বেল্লাল হোসেন, নির্বাহী কর্মকর্তা বজলুর রহমান, কর নির্ধারক আলী আকবর রাজা ও হিসাব রক্ষক আওলাদ হোসেন।

সেসময় বক্তারা বলেন, রোববার সকাল ৬টার দিকে শহরের গঙ্গাধরপট্টি মন্দির এলাকায় হাঁটার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে আব্দুল আজিজকে সজোরে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করলে মোটরসাইকেল আরোহী পার্থ সারথি রায় প্রিতম তাকে কাঠ দিয়ে আঘাত করেন। মাথা ও চোখে গুরুতর আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকায় নেওয়া হয়। তিনি বর্তমানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তার বাম চোখ অকেজো হয়ে গেছে।

মানিকগঞ্জ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে মারধরের প্রতিবাদে মানববন্ধন। ছবি: স্টার

একজন প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধার ওপর এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং হামলাকারী যুবককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বক্তারা।

এ ঘটনায় রোববার রাতে মানিকগঞ্জ সদর থানায় গঙ্গাধরপট্টি এলাকার প্রিতমের বিরুদ্ধে মামলা করেছেন আহত আব্দুল আজিজের শ্যালক আমিনুল ইসলাম।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার দ্য ডেইলি স্টারকে বলেন বলেন, 'রোববার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত প্রিতমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। অভিযুক্ত বর্তমানে পলাতক।'

এ ঘটনায় হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী বুধবার সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু।

Comments

The Daily Star  | English

Bangladesh Police: Designed to inflict high casualties

A closer look at police’s arms procurement records reveals the brutal truth behind the July killings; the force bought 7 times more lethal weapons than non-lethal ones in 2021-23

8h ago