প্রতিদিন ২ ঘণ্টা মেকআপ নিতাম কালো হওয়ার জন্য: ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত

জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত প্রথম মুক্তি পাওয়া সিনেমা 'মিশন এক্সট্রিম'। দ্বিতীয় সিনেমা 'রাত জাগা ফুল'। আগামী মাসে ঢাকাসহ সারাদেশে মুক্তির কথা রয়েছে 'ব্ল্যাক ওয়ার' সিনেমার। এ ছাড়া, 'আদম' নামে আরও একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমা নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন নতুন প্রজন্মের নায়িকা ঐশী।

দ্য ডেইলি স্টার: শোবিজে কাজ করার ইচ্ছেটা কবে থেকে ছিল?

জান্নাতুল ফেরদৌস ঐশী: একদম ছোটবেলা থেকেই। ওই সময়েই আমার স্বপ্ন ও চাওয়া ছিল শোবিজে কাজ করব। খুব করে চাইতাম। ধীরে ধীরে  স্বপ্নটা বাস্তবায়ন হতে শুরু করে। ভালো লাগে আমিও শোবিজ দুনিয়ার একজন। ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ার আরও ভালো লাগে।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: প্রথম মুক্তি পাওয়া ২টি সিনেমায় কতটা সাড়া পেয়েছেন?

ঐশী: সত্যি কথা বলতে পরপর ২টি সিনেমা মুক্তির পর ভালো সাড়া পেয়েছি। 'মিশন এক্সট্রিম' সিনেমা বেশ আলোচিত হয়েছে। 'রাত জাগা ফুল' খুব প্রশংসা পেয়েছে। আমি শিখতে চাই এবং অভিনয় নিয়ে থাকতে চাই। অনেকেই সিনেমা ২টি নিয়ে কথা বলেন। তখন ভালো লাগে আমার। চেষ্টা করেছি ভালো করার।

ডেইলি স্টার: নতুনরা অভিনয়ে আসে, আবার হারিয়েও যায়। এ বিষয়ে আপনার ভাবনা?

ঐশী: এটা সত্যি। কিন্তু, কেউ কেউ থেকেও যায়। কেউ কেউ স্থায়ী হয়। মেধা, সততা, পরিশ্রম থাকলে কেউ আটকে রাখতে পারে না। অভিনয় ভালোবাসি। প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। ঢাকাই সিনেমায় কিছুটা হলেও অবদান রাখতে চাই।

ডেইলি স্টার: মুক্তির অপেক্ষায় রয়েছে কয়টা সিনেমা?

ঐশী: ৩টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। একটির নাম 'ব্ল্যাক ওয়ার্ল্ড'। আশা করছি অক্টোবরে মুক্তি পাবে। 'নূর' আছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া, 'আদম' নামের আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

জান্নাতুল ফেরদৌস ঐশী। ছবি: সংগৃহীত

ডেইলি স্টার: 'আদম' সিনেমার চরিত্রটি নিয়ে বলুন?

ঐশী: 'আদম' গ্রামীণ গল্পের সিনেমা। আশির দশকের গল্প। আমি অভিনয় করেছি গ্রামের মেয়ের চরিত্রে। ময়মনসিংহে শুটিং করেছি। কালো মেয়ে সাজানোর জন্য প্রতিদিন ২ ঘণ্টা করে মেকআপ দেওয়া হতো আমাকে। অসম্ভব রকমের চ্যালেঞ্জিং চরিত্র। খুব শ্রম দিতে হয়েছে। প্রতিদিন ২ ঘণ্টা  মেকআপ নিতাম কালো হওয়ার জন্য।

ডেইলি স্টার: ৩টি সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন, সহশিল্পী হিসেবে তিনি কেমন?

ঐশী: শুভ অসম্ভব রকমের ভালো একজন শিল্পী। শুটিং স্পটে একটু অবসর পেলে মজা করবে, গল্প করবে। কিন্তু, ক্যামেরার সামনে অন্য মানুষ। ওই সময় অভিনয়টাই তার কাছে সবকিছু। কাজের সময় শতভাগ সিরিয়াস।

Comments

The Daily Star  | English

DU JCD leader stabbed to death on campus

Shahriar Alam Shammo, 25, was the literature and publication secretary of the Sir AF Rahman Hall unit of Jatiyatabadi Chhatra Dal

6h ago