রাজনৈতিক দল-আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সহিংসতায় ব্রিটিশ হাইকমিশনের উদ্বেগ

দেশে রাজনৈতিক দল ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বিএনপি প্রতিনিধি দল। ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক দল ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ হাইকমিশন।

আজ বুধবার ব্রিটিশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, 'বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা আমাদের কূটনৈতিক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন আজ ব্রিটিশ হাইকমিশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে আনন্দিত হয়েছেন।'

এতে আরও বলা হয়, 'রাজনৈতিক দল ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সাম্প্রতিক সহিংসতা, বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর ঘটনায় যুক্তরাজ্য গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে শান্ত ও সংযত থাকতে এবং সহিংসতার পরিবর্তে সংলাপে বসার আহ্বান জানাই।'

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ বিষয়ে ব্রিটিশ হাইকমিশনার একটি টুইটও করেছেন।

Comments

The Daily Star  | English

People with Hajj visas can only travel to Jeddah, Medina and Makkah: KSA

Saudi Arabia has recently announced new rules regarding the issuance of Hajj visas, specifying that the visa will only permit travel to Jeddah, Medina, and Makkah

21m ago