৩০ মাসের বিল বকেয়া বিএনপি নেতা গয়েশ্বরের, সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস

গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাসার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

৩০ মাসের বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে তিতাস সূত্রে জানা গেছে। 

তিতাসের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, তিতাস গ্যাসের ধানমন্ডি জোন অফিস গয়েশ্বর চন্দ্র রায়ের শেরে বাংলা রোডের বাসায় অভিযান চালায় এবং সংযোগ বিচ্ছিন্ন করে। 

বিএনপির এই নেতার বাসায় ৭টি ডাবল বার্নারের চুলার বকেয়া বিল ছিল ১ লাখ ৭০ হাজার ৩৬৮ টাকা। 

তিনি সর্বশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে বিল জমা দিয়েছিলেন। 

চলতি বছরের জুলাই পর্যন্ত ৩০ মাস কোনো বিল পরিশোধ না করলেও নিয়মিত চুলাগুলো ব্যবহার হচ্ছিল বলে তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে গয়েশ্বর চন্দ্র রায়ের মোবাইল ফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও, সেটি বন্ধ পাওয়া যায়।

Comments