দেশে তৈরি ৬১০০ টন লোড ক্ষমতার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি

বাংলাদেশে নির্মিত ৬ হাজার ১০০ টন লোড ক্ষমতার উচ্চগতির বহুমুখী কনটেইনার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করেছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান 'আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড'।

বাংলাদেশে নির্মিত ৬ হাজার ১০০ টন লোড ক্ষমতার উচ্চগতির বহুমুখী কনটেইনার জাহাজ যুক্তরাজ্যে রপ্তানি করেছে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান 'আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড'।

প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে নিজেদের শিপইয়ার্ডে এই জাহাজ তৈরি করেছে।

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয়। 

এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের চাহিদা অনুযায়ী জাহাজটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'যুক্তরাজ্যে জাহাজ রপ্তানি আমাদের জন্য একটি বড় অর্জন।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, জাহাজটি ভারী স্টিলের কয়েল, খাদ্যশস্য, কাঠ এবং কন্টেইনার বহন করতে পারবে।

জাহাজটি বাল্টিক সাগরে ৪ ফুট বরফ আচ্ছাদিত অবস্থায়  চলাচল করতে পারবে। 

অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আবদুল্লাহেল বারী বলেন, আনন্দ শিপইয়ার্ড ৩০ বছরেরও বেশি সময় ধরে সোনারগাঁয়ের মেঘনাঘাটে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করে আসছে।

শিপইয়ার্ডটি স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রেতাদের জন্য ৩৫৬টি জাহাজ তৈরি করেছে।

দেশের অন্তত ১০টি শিপইয়ার্ড আধুনিক জাহাজ নির্মাণ ও রপ্তানি করতে পারে।

 

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago