সুস্বাদু চিকেন কারি

চিকেন কারি। ছবি: সংগৃহীত

মুরগির মাংসে বৈচিত্র্য আনতে মেনুতে রাখুন চিকেন কারি। এই রান্নায় বিশেষ কোনো আয়োজন লাগে না। প্রতিদিন ব্যবহারের মসলায় সুস্বাদু চিকেন কারি সহজেই রান্না করা যায়।

উপকরণ

ফার্মের মুরগি ১ থেকে দেড় কেজির ১টি, আদা বাটা দেড় চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়ো দেড় চা চামচ, কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, টমেটো বাটা ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো।

প্রণালি

মুরগির মাংস ছোট ছোট টুকরো করে ধুয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে করে মসলা দিয়ে কষান, প্রয়োজনে অল্প পানি দিন। তেল উঠলে মাংস দিন।ভালোভাবে কষান। লবণ আর টমেটো বাটা দিয়ে নেড়ে হালকা আঁচে ঢেকে রাখুন। মাংস থেকেই পানি উঠবে। একটু পরপর নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।

Comments

The Daily Star  | English

Bangladesh, Malaysia to take part in regional peace mission to Myanmar

Securing peace in Myanmar is a great priority, said Malaysian Prime Minister Anwar Ibrahim at a joint press conference today

1h ago