অপরাধ ও বিচার

খুলনায় ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

খুলনায় ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম ঢালী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 
arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনায় ধর্ষণ মামলায় রফিকুল ইসলাম ঢালী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার খুলনা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. সালাম খান এ রায় দেন। 

একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

আদালত সূত্র জানায়, ধর্ষণে ওই নারী অন্তঃসত্বা হয়ে পড়েন। পরে রফিকুল ইসলাম ঢালীকে আসামি করে সোনাডাঙ্গা থানায় মামলা করেন ওই নারী।

সোনাডঙ্গা থানার এসআই মুনসুর শফিকুল ইসলাম ২০১০ সালের ২৬ জানুয়ারি রফিকুলকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আইনজীবী ফরিদ আহমেদ বলেন, 'বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন অভিযুক্ত আসামি।

ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকে এ রায়ে পিতৃপরিচয় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Comments