বিএনপির কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করে রাখা হবে: খন্দকার মোশাররফ

যাত্রাবাড়ীর সায়েদাবাদে সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ছবি: সংগৃহীত

বিএনপির কর্মসূচিতে হামলাকারীদের চিহ্নিত করে রাখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ীর সায়েদাবাদে এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, 'গত ১৫ বছরে অনেক হামলা-মামলা-গুম করে আমাদের দমাতে পারেননি। এতো কিছুর পরও যদি আপনারা বিএনপিকে দুর্বল করতে না পেরে থাকেন তাহলে আর চেষ্টা করবেন না।'

'আমি বলতে চাই, এভাবে হামলা করে আপনারা চিহ্নিত হচ্ছেন, জনগণের কাছে চিহ্নিত হচ্ছেন। আমরা যারা জনগণের কথা বলছি, তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, আমাদেরকে লাঠি পেটা করছেন। জনগণ আপনাদেরকে চিহ্নিত করে রাখছে। আপনাদেরকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে, আপনাদের বিচার হবে।'

পুলিশ বাহিনীর উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, 'আমি পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা কোনো দলের কর্মকর্তা-কর্মচারী নন। আপনারা এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। এভাবে হামলা করে আজকে আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজেদের শপথ ভঙ্গ করছেন।'

'আমরা বলতে চাই, অনেক হয়েছে, আর নয়। আর আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করবেন না।'

তিনি বলেন, 'সরকারের মেগা দুর্নীতির জন্য আজকে দেশে দুরবস্থা, এই মেগা দুর্নীতির জন্য আজকে আমাদের রিজার্ভ কমে গেছে, আজকে ডলারের সংকট, আমদানি-রপ্তানি কমে গেছে…। ওরা শেয়ার বাজার লুট করেছে, রিজার্ভ লুট করেছে, ব্যাংকের অর্থ লুট করেছে। এই দুরবস্থা থেকে এদেশের মানুষকে মুক্ত করতে হলে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।'

স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, 'আমরা গণতন্ত্রের ক্ষমতায় বিশ্বাস করি। জনগণ শুধু একটা ভোট দিতে চায়। আর কিছু চায় না।'

'এই সরকার কি করেছে? সেই ভোট চুরি করে নির্বাচনের আগের রাত্রে ব্যালেট ছিনতাই করে একটি ভুয়া সংসদ তৈরি করেছে। এই ভুয়া সংসদ বাতিল করতে হবে, এই সরকারকে পদত্যাগ করতে হবে, একটি নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।'

ঢাকা মহানগর দক্ষিণ জোন ৭ (যাত্রাবাড়ী ও ডেমরা) এর উদ্যোগে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন প্রধান নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশ হয়।

মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে আলোচনা সভায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ সালাহউদ্দিন আহমেদের কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, মহানগর দক্ষিণের রফিকুল আলম মজনু, ইশরাক হোসেনসহ মহানগরের নেতারা বক্তব্য রাখেন।

Comments

The Daily Star  | English

BNP at 47: Caught between prospects and perils

The BNP has survived Sheikh Hasina’s 15-year rule, during which over a million cases were filed against its leaders and activists for trying to launch street agitations demanding elections under a non-partisan government. Thousands were jailed, including Chairperson Khaleda Zia and other top leaders.

12h ago