রাজনীতি

‘ভাই-বোন বিএনপি করে বলে পারভেজকে তো কারাগারে আটক রাখতে পারে না’

ডিবি তুলে নেওয়ার পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো নোয়াখালী জেলা জাসদ (ইনু) সভাপতি নুর আলম চৌধুরী পারভেজের মুক্তি চেয়েছেন তার স্ত্রী জেসমিন সুলতানা।
নোয়াখালী জেলা জাসদ (ইনু) সভাপতি নুর আলম চৌধুরী পারভেজ। ছবি: সংগৃহীত

ডিবি তুলে নেওয়ার পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো নোয়াখালী জেলা জাসদ (ইনু) সভাপতি নুর আলম চৌধুরী পারভেজের মুক্তি চেয়েছেন তার স্ত্রী জেসমিন সুলতানা।

আজ শুক্রবার তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার স্বামী যে দল করেন, সেটা তো সরকারেরই অংশ। তাহলে বিনা অপরাধে কেন তাকে কারাবরণ করতে হবে?'

'অতীতে পারভেজের বিরুদ্ধে কোনো মামলা বা জিডি ছিল না। ফেনীর সংসদ সদস্য জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার পারভেজের জন্য প্রত্যয়নপত্রও দিয়েছেন, তারপরও কেন তার জামিন হচ্ছে না', বলেন জেসমিন।

তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল পারভেজের লক্ষ্মীনারায়ণপুরের বাসায় এসে তাকে তুলে নিয়ে গিয়ে রাতভর ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছু না পেয়ে পরের দিন ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জেসমিন সুলতানা বলেন, 'আমার স্বামী সাদামাঠা রাজনীতি করেন। মাইজদী শহরের এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে পারভেজের বিরুদ্ধে কথা বলবে। রাজনীতির পাশাপাশি তিনি একটি গরুর খামার চালান, যার আয় দিয়ে আমাদের সংসার চলে। আজ ১০ দিন চলছে পারভেজ গ্রেপ্তার হয়েছে। সংসারে টানাপড়েন চলছে। আমাদের একমাত্র সন্তান (মেয়ে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তার ভর্তির জন্য টাকার কোনো ব্যবস্থা এখনো করা হয়নি।'

'পারভেজের জামিনের জন্য গত ১৫ সেপ্টেম্বর আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করেছেন। আগামী ২৯ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে', যোগ করেন তিনি।

জেসমিন সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পারভেজের ২ ভাই লিটন ও ফারুক এবং বোন হাসিনা আক্তার লন্ডনে বসবাস করেন। তারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।'

তাদের সঙ্গে পারভেজের কোনো যোগাযোগ নেই দাবি করে তিনি আরও বলেন, 'ভাই-বোন বিএনপির রাজনীতি করে বলে পারভেজকে তো বিনা অপরাধে গ্রেপ্তার করে কারাগারে আটক রাখতে পারে না। এটা অন্যায়। কোনো স্বাধীন দেশে এমনটা প্রত্যাশা করা যায় না।'

তিনি দ্রুত পারভেজের মুক্তি দাবি করেছেন।

পারভেজের এক স্বজন (ব্যাংকার) ডেইলি স্টারকে বলেন, '৫৪ ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে ১৫ কার্যদিবসের মধ্যে চুড়ান্ত অভিযোগপত্র দেওয়ার কথা থাকলেও ডিবি পুলিশ অভিযোগপত্র তৈরিতে গড়িমসি করছে।'

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আগামী কয়েক দিনের মধ্যে অভিযোগপত্র তৈরি করা হবে।'

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

1h ago