যেভাবে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশ্বসেরা বাংলাদেশ

সম্প্রতি বাংলাদেশের ৩টি গার্মেন্টস ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরির সনদ পেয়েছে। এ নিয়ে এখন বাংলাদেশে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা ১৭১-এ দাঁড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গ্রিন ফ্যাক্টরির সনদ পেতে আরও ৫৫০টি আবেদন এখনো জমা পড়ে আছে। কিন্তু, আমরা কী জানি গ্রিন ফ্যাক্টরি আসলে কি? এই সনদ পেয়ে বাংলাদেশের লাভ কী? আর কীভাবে আসে এই গ্রিন ফ্যাক্টরির সনদ?

সম্প্রতি বাংলাদেশের ৩টি গার্মেন্টস ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরির সনদ পেয়েছে। এ নিয়ে এখন বাংলাদেশে গ্রিন গার্মেন্টস ফ্যাক্টরির সংখ্যা ১৭১-এ দাঁড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গ্রিন ফ্যাক্টরির সনদ পেতে আরও ৫৫০টি আবেদন এখনো জমা পড়ে আছে। কিন্তু, আমরা কী জানি গ্রিন ফ্যাক্টরি আসলে কি? এই সনদ পেয়ে বাংলাদেশের লাভ কী? আর কীভাবে আসে এই গ্রিন ফ্যাক্টরির সনদ?

এসব প্রশ্নের উত্তর নিয়ে রেফায়েত উল্লাহ্‌ মীরধা আছেন আজকের স্টার এক্সপ্লেইন্স-এ।

Comments

The Daily Star  | English
PM declares 12 districts, 123 upazilas free of homeless people

PM opens Hajj programme-2024

Prime Minister Sheikh Hasina today inaugurated the Hajj programme-2024 (Hijri 1445) at Ashkona Hajj Camp in the capital

1h ago