তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফেরার সুযোগ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক। স্টার ফাইল ছবি

দেশের সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আইনের শাসনে বিশ্বাস করে এবং দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করে। বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করেছে এবং সেই কারণেই এখন সেই ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।'

রাজধানীর একটি হোটেলে বিশ্ব শিপিং দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

Comments

The Daily Star  | English

Exports grow 8.58% in FY25

However, June’s shipment fell 7.55% year-on-year

20m ago