ইন্টারের বিপক্ষে বার্সেলোনার প্রতিশোধের ভাবনায় নেই জাভি

ছবি: এএফপি

এক যুগেরও বেশি সময় আগের কথা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে বিদায় করে দিয়েছিল ইন্টার মিলান। দুই পরাশক্তি ফের যখন মুখোমুখি হতে যাচ্ছে, তখন ওই হারের প্রতিশোধ নেওয়ার ভাবনায় নেই জাভি হার্নান্দেজ। ইন্টারকে কঠিন প্রতিপক্ষ আখ্যা দিলেও বার্সা কোচ প্রাধান্য দেখাতে চান তাদের বিপক্ষে।

চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের ম্যাচে পরস্পরকে মোকাবিলা করবে ইন্টার ও বার্সা। ইতালিয়ান ক্লাবটির ঘরের মাঠ সান সিরোতে খেলা শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

ইউরোপের ক্লাব ফুটবলের শীর্ষ স্তরের ২০০৯-১০ মৌসুমের ফাইনালে ওঠার লড়াইটি হয়ে আছে স্মরণীয়। প্রথম লেগে কোচ জোসে মরিনহোর ইন্টারের ডেরায় ৩-১ গোলে হারের পর নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ১-০ গোলে জিতেছিল বার্সেলোনা। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে তারা ছিটকে গিয়েছিল আসর থেকে। সেবারের বার্সার মাঝমাঠের অন্যতম কাণ্ডারি জাভি এখন আছেন দলটির কোচের দায়িত্বে।

ইন্টারের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে স্মৃতি রোমন্থন করলেও প্রতিশোধ নিয়ে মাথা ঘামাতে নারাজ জাভি, 'আমার প্রতিশোধ নেওয়ার কোনো অনুভূতি নেই। আমি এবার কোচ হিসেবে এখানে আছি। আমার মনে আছে, অগ্ন্যুৎপাতের কারণে আমাদের বাসে করে (মিলানে) যেতে হয়েছিল। তবে তাদের ওই দলটা দুর্দান্ত ছিল।'

'প্রথম লেগে এটা আমাদের জন্য কঠিন ছিল। আমরা সেখানেই লড়াইয়ে হেরে গিয়েছিলাম। এটা একটা বিতর্কিত দ্বৈরথ ছিল। কিন্তু এটা এমনই। দুর্ভাগ্যজনকভাবে, আমাদের জন্য এটা একটা দুঃখজনক স্মৃতি।'

প্রতিপক্ষকে সমীহ করার বার্তা দেন লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার কোচ, 'এটা তাৎপর্যপূর্ণ কিছু নয়। ইন্টার খুবই শক্তিশালী একটা দল। আমরা এখন পর্যন্ত যা কিছুর মুখোমুখি হয়েছি, সেগুলোর চেয়ে তাদের খেলার ধরন ও কৌশল আলাদা।'

'তারা দুই স্ট্রাইকার নিয়ে খেলে। এমনটা স্পেনে খুব একটা দেখা যায় না। তারা কঠিন প্রতিপক্ষ।'

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের শীর্ষে রয়েছে জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ। ৩ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে বার্সা ও ইন্টার আছে যথাক্রমে দুই ও তিনে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটের টিকিট পাওয়ার দৌড়ে দুই দলের জন্য ম্যাচটি ভীষণ অর্থবহ। সবার নিচে থাকা ভিক্টোরিয়া প্লাজেন এখনও কোনো পয়েন্ট পায়নি।

জাভির প্রত্যাশা মাঠে দাপট দেখানোর, 'আমি এটা স্পষ্ট করে দিয়েছি। প্রতিপক্ষ যত কঠিনই হোক না কেন, আমরা প্রাধান্য দেখাতে চাই। তারা গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। এটা চ্যাম্পিয়ন্স লিগ। এটা এমন কোনো ম্যাচ না যেখানে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। তবে এই গ্রুপের ভবিষ্যৎ বিবেচনায় এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।'

Comments

The Daily Star  | English

Consensus commission: Fresh caretaker models on the table now

The National Consensus Commission, BNP, and Bangladesh Jamaat-e-Islami have each proposed separate methods for appointing the chief adviser to caretaker government.

7h ago