'মেসিকে শান্তিতে থাকতে দিন'

ছবি: এএফপি

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার আলোচনা যখন চড়া, তখন জাভি হার্নান্দেজের কণ্ঠে পাওয়া গেল উত্তাপ কমানোর প্রয়াস। স্প্যানিশ ক্লাবটির কোচের মতে, মেসির ভবিষ্যৎ নিয়ে কথা বলার উপযুক্ত সময় নয় এখন। পাশাপাশি মেসিকে পিএসজিতে শান্তিতে থাকতে ও সময়টা উপভোগ করতে দেওয়ার অনুরোধ করেছেন তিনি।

গত বছর বার্সা ছেড়ে দুই মৌসুমের জন্য পিএসজিতে যোগ দেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। সেই চুক্তির মেয়াদ চলতি মৌসুমের পর শেষ হয়ে যাবে। ফরাসি লিগ ওয়ানের শিরোপাধারীদের সঙ্গে অবশ্য তার চুক্তি নবায়নের সম্ভাবনা ক্ষীণ। বরং রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন জোরালো। বিশেষ করে, তার বন্ধু ও এক সময়ের ক্লাব সতীর্থ জাভি কাতালানদের কোচ হয়ে আসার পর থেকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 'সি' গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সা। ইতালিয়ান ক্লাবটির ঘরের মাঠ সান সিরোতে খেলা শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। এর আগে সংবাদ সম্মেলনে ৩৫ বছর বয়সী মেসির ফেরার আলাপ নিয়ে মুখ খুলতে হয় জাভিকে।

'লিওকে নিয়ে দেখা যাক কী হয়। কিন্তু তাকে নিয়ে কথা বলার জন্য এখন উপযুক্ত মুহূর্ত নয়। আপনারা জানেন তার প্রতি আমার ভালোবাসার কথা। সে আমার বন্ধু এবং আমি সব সময় তার শুভকামনা করি। বার্সা তার বাড়ি। কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে কথা বলে আমরা তার কোনো উপকারও করছি না।'

'তাকে শান্তিতে থাকতে দিন যেন প্যারিসে তার সময়টা সে উপভোগ করতে পারে এবং তাকে শুভকামনা জানান।'

পার্ক দে প্রিন্সেসে প্রথম মৌসুমে গোলমুখে ভুগতে হয় মেসিকে। লিগ ওয়ানে ২৬ ম্যাচে মাত্র ৬ গোল করেছিলেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে তার নামের পাশে ছিল ১১ গোল। এমন পারফরম্যান্সের কারণে তিক্ত এক অভিজ্ঞতার মুখোমুখি হন মেসি। গত অগাস্টে ২০২২ সালের ব্যালন ডি'অর জয়ের জন্য ৩০ জনের যে সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়, সেখানে ছিল না তার নাম।

চলমান ২০২২-২৩ মৌসুমে অবশ্য চেনা রূপে আবির্ভূত হয়েছেন মেসি। লিগে ৯ ম্যাচেই পেয়েছেন ৫ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭ গোল করেছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি সতীর্থদের ৮ গোলে রেখেছেন অবদান।

Comments

The Daily Star  | English

US tariff threatens export economy

The tariff places Bangladesh at an immediate disadvantage against regional competitors in the garment trade.

9h ago