বিদ্যুৎ ফিরেছে সিলেট ও সুনামগঞ্জ শহরে
সিলেট নগরী ও সুনামগঞ্জ শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দুটি শহরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটে দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় ঘটে। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লার প্রায় সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এর প্রায় ৫ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করে।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, 'ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করেছে। সিলেটের জন্য আমরা ৫ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছি।'
জেলাশহর ছাড়া অন্যান্য এলাকায় যত শিগগির সম্ভব পর্যায়ক্রমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।
Comments