মহাবিপন্ন উল্লুক পাচারকালে উদ্ধার, আটক ২

মহাবিপন্ন উল্লুক উদ্ধার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় একটি মহাবিপন্ন উল্লুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

আটক ২ জন হলেন— মাজহার ও মমিনুল।

ওসি মো. আতিকুর রহমান বলেন, 'চুনতি ফরেস্ট অফিসের সামনে থেকে মহাবিপন্ন প্রজাতির উল্লুকসহ ২ জনকে আটক করা হয়। পাচারকারীরা উল্লুকটিকে বান্দরবনের আলীকদম এলাকা থেকে ধরেছে। কক্সবাজারের চকরিয়া হয়ে এটিকে চট্টগ্রামের লোহাগড়ায় আনা হয়েছে। তারা উল্লুকটিকে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের নাইস বার্ড গার্ডেন নামের একটি পশুপাখির দোকানে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।'

আটক ২ জনের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago