পূজার আগে জমজমাট বরিশালের লক্ষ্মীর হাট

পূজার আগে জমজমাট বরিশালের লক্ষ্মীর হাট
হাটে দূরদুরান্ত থেকে মৃৎশিল্পীরা লক্ষ্মীর মূর্তি ছাড়াও নিয়ে এসেছেন লক্ষ্মীর সড়া ও লক্ষ্মী পূজার বিভিন্ন উপকরণl ছবি: সুশান্ত ঘোষ/স্টার

লক্ষ্মীপূজা উপলক্ষে বরিশাল নগরীর হাট খোলা হরিমন্দির প্রাঙ্গণে বসেছে লক্ষ্মীর হাট।

শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই হাট চলবে রোববার বিকেল পর্যন্ত।

হাটে দূরদুরান্ত থেকে মৃৎশিল্পীরা লক্ষ্মীর মূর্তি ছাড়াও নিয়ে এসেছেন লক্ষ্মীর সরা ও লক্ষ্মী পূজার বিভিন্ন উপকরণ। শনিবার বিকেল থেকে হাটে ক্রেতা-বিক্রেতার আনাগোনা বেড়েছে।

নগরীর চর আইচা থেকে অর্ধশত লক্ষ্মীর প্রতিমা নিয়ে এসেছেন গুরুদাস পাল। তিনি ডেইলি স্টারকে বলেন, 'প্রায় ৫০টির মতো লক্ষ্মীপ্রতিমা এনেছি। এগুলোর দাম দেড়শো থেকে হাজার পর্যন্ত।'

'সব কিছুর দাম বাড়লেও প্রতিমা আগের দামেই বিক্রি করতে হচ্ছে,' বলেন তিনি।

একই এলাকার প্রতিমাশিল্পী সুশীল পাল বলেন, 'আমি ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ৫০০ লক্ষ্মীর সরা নিয়ে হাটে এসেছি। প্রতিটি সরা  ১৫০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে।'

লক্ষ্মীপ্রতিমা কিনতে আসা এক গৃহবধূ ডেইলি স্টারকে বলেন, 'আমি প্রতি বছর এখান থেকেই লক্ষ্মীর প্রতিমা নিয়ে যাইl পূজার উপকরণ হিসেবে এখানে ঘট, প্রদীপসহ বিভিন্ন মৃৎ সামগ্রী হাটে এসেছে।'

স্থানীয়রা  জানান ঐতিহ্যবাহী এই হাট প্রায় ১০০ বছর ধরে চলছে। এটাই বরিশাল বিভাগের বৃহত্তম লক্ষ্মীর  হাট l 

 

Comments

The Daily Star  | English

123 ‘pushed in’ from India

Border Guard Bangladesh (BGB) yesterday detained at least 123 individuals, including Rohingyas and Bangla-speaking individuals, after India pushed them into Bangladesh through Kurigram and Khagrachhari border points.

2h ago