সাতক্ষীরায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১, আহত ৪

সাতক্ষীরার কালীগঞ্জ পল্লীতে ইঁদুর মারা ফাঁদের বিদ্যুৎস্পৃষ্টে এক জেলের মৃত্যু হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

সাতক্ষীরার কালীগঞ্জ পল্লীতে ইঁদুর মারা ফাঁদের বিদ্যুৎস্পৃষ্টে এক জেলের মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আজ রোববার ভোর ৪টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত অপর ৪ জনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত রামপদ মণ্ডল (১৯) কালীগঞ্জের বানিয়াপাড়া গ্রামের সুশীল মণ্ডলের ছেলে।

আহত হয়েছে সুনীল মণ্ডল (৫০), তার ভাইয়ের  ছেলে নয়ন মণ্ডল (২০), মানিক মণ্ডল (২৬) ও একটি ঘেরের কর্মচারী মোয়াজ্জেম হোসেন (২৭)। তাদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে।

আহত সুনীল মণ্ডল বলেন, 'আজ ভোর ৪টার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছিলাম। ওই গ্রামের আবুল হোসেন তার ধান খেতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদ পেতে রেখেছিলেন। ঘেরে যাওয়ার পথে আমরা ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তারে জড়িয়ে যাই।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলেই রামপদ মণ্ডল মারা যায়। আমি ও অপর ৩ জন আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।'

Comments