সাতক্ষীরা মেডিকেলে লিফটের নিচে বীর মুক্তিযোদ্ধার মরদেহ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডল। ছবি: সংগৃহীত

নিখোঁজের ৫ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ১ নম্বর লিফটের নিচ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার দুপুর পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সৈয়দ আলী মণ্ডল (৮৬) সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মৃত এজাহার আলীর ছেলে।

নিহতের ভাতিজা লোকমান মণ্ডল বলেন, 'গত মঙ্গলবার সকালে চাচা বাড়ি থেকে চিকিৎসা নিতে ও ওষুধ কিনতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। তারপর তিনি আর বাড়ি ফেরেননি। সম্ভব্য সব জায়গায় খুঁজে তার সন্ধান না পেয়ে বুধবার সাতক্ষীরা সদর হাসপাতালে সাধারণ ডায়েরি করা হয়।'

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা বলেন, 'আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটির কারণে আমি হাসপাতালে যাইনি। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের লিফটম্যান আরিফুর রহমান আমাকে মুঠোফোনে জানান, হাসপাতালের নীচতলা ও দোতলায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। এরপর তিনি লিফট খুলে দেখেন, নিচে একটি মরদেহ পড়ে রয়েছে।'

তিনি জানান, এরপর সাতক্ষীরা সদর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ডোমের মাধ্যমে দুপুর পৌনে ২টার দিকে মরদেহটি উদ্ধার করে।

ডা. কুদরত-ই-খোদা বলেন, 'হাসপাতালের প্রধান ফটকের নিচতলার ৪টি লিফটের মধ্যে ৩টি লিফট ২ সপ্তাহ ধরে নষ্ট। শুধুমাত্র ৪ নম্বর লিফটটি চালু রয়েছে।'

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান বলেন, 'উদ্ধারকৃত মরদেহটি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী মণ্ডলের বলে শনাক্ত করেছেন তার স্বজনরা। কীভাবে তার মৃত্যু হয়েছে তা এ মুহূর্তে বলা না গেলেও, ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা। নষ্ট ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি হয়তো উপর থেকে নিচে পড়ে মারা গিয়েছেন। তদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব না।'

Comments

The Daily Star  | English
World Bank loans for Bangladesh

Logistics costs eat up 16% of GDP

Bangladesh's logistics costs double global average, World Bank official says

16h ago