বড় বলদিয়া সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে বিএসএফ

chuadanga.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

চুয়াডাঙ্গার বড় বলদিয়া সীমান্তের অদূরে ভারতীয় সীমানার মধ্যে গুলিবিদ্ধ বাংলাদেশির মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ রোববার দুপুর ১২টার দিকে বিএসএফ মরদেহটি নিয়ে যায়।

স্থানীয় পুলিশ ও বিজিবি ওই মরদেহটি বাংলাদেশি নাগরিক মুনতাজ হোসেনের বলে মনে করছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের উদ্ধৃতি দিয়ে বলেন, 'ওই মরদেহটি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোট বলদিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মুনতাজের।'

এ ব্যাপারে যোগাযোগ করা হয় চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম বলেন, 'নিহতের পরিবার আমাকে জানিয়েছে, গতকাল রাতে ভারত সীমান্তে যান মুনতাজ হোসেন। আজ সকালে সীমান্তের তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাংলাদেশিরা।'

তিনি আরও বলেন, 'মুনতাজের সহযোগীরা বলেছেন, বিএসএফের গুলিতেই তার মৃত্যু হয়েছে।'

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ ইশতিয়াক জানান, নিহতের বিষয়টি তারা জেনেছেন এবং এ বিষয়ে তদন্ত চলছে। বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'বিষয়টি সমাধানে সময় লাগবে।'

এর আগে আজ ভোররাতে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহতের অভিযোগ পাওয়া গেছে।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

28m ago