ক্লাব ফুটবলে আরেকটি ইতিহাস গড়লেন রোনালদো 

সময়টা বড্ড খারাপ যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা হচ্ছিল না, বেঞ্চে বসে পার করছিলেন যন্ত্রণার সময়।
Cristiano Ronaldo
ছবি: টুইটার

সময়টা বড্ড খারাপ যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে জায়গা হচ্ছিল না, বেঞ্চে বসে পার করছিলেন যন্ত্রণার সময়। এভারটনের বিপক্ষেও ছিলেন বেঞ্চে। মার্সিয়ালের চোটে নামেন ৩০ মিনিট। এরপর দারুণ গোলে গড়েন ইতিহাস। 

ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদোর গোলেই এভারটনের মাঠে গিয়ে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইউনাইটেড।

ম্যাচের ৫ মিনিটে এভারটন এগিয়ে যাওয়ার পর ১৫ মিনিটে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান এন্তনি। সমতায় থাকা অবস্থায় ৩০ মিনিটে মাঠে নামেন রোনালদো। প্রথমার্ধের শেষ দিকে গিয়ে করেন বাজিমাত। ৪৪ মিনিটে বা প্রান্তে সাবেক রিয়াল সতীর্থ কাসেমিরোর পাস ধরে তীব্র গতিতে বক্সে ঢুকে কোনাকোনি শটে গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নেন জালের ঠিকানা। 

গত প্রিমিয়ার লিগে দলের হয়ে সর্বোচ্চ গোল করলেও এবার মাঠে নামারই সুযোগ মিলছিল না। আসরের প্রথম গোলটি পেতেও তাই দেরি হলো। 

বিসিবি স্পোর্টসের দেওয়া তথ্য মতে ক্লাব ফুটবলে মোট ৯৪৫ ম্যাচ খেলে ৭০০তম গোল পেলেন রোনালদো। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আরেক মহাতারকা লিওনেল মেসি। 

নিজ দেশের ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ক্লাব ফুটবলে প্রথম গোল করেছিলেন ২০ বছর আগে। ক্লাবটির হয়ে তার গোল কেবল ৫টি। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। সব আসর মিলিয়ে তার গোল ৪৫০টি, জুভেন্টাসের হয়ে ১০১ এবং দুই দফায় এখনো পর্যন্ত  ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করলেন ১৪৪ গোল। 
 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago