শীতলক্ষ্যায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু

Narayanganj Map
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় ৩ যাত্রীর মৃত্যু হয়েছে৷ 

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  তিনি বলেন, 'নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন ৩ যাত্রী৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রথমে ২ জন এবং পরে ১ জনের মরদেহ উদ্ধার করে৷ মো. শাওন (১৪) ও মো. শাহ্ পরান (১৫) ও মো. রিফাত (২১) নামে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।' 

নিহত ৩ জনই শহরের খানপুর বাজার এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ৷

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৩ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি নবীগঞ্জ ঘাট ছেড়ে হাজীগঞ্জের দিকে আসছিল৷ মাঝনদীতে নৌকাটি ডুবে যায়৷

নৌকার চালক বন্দরের নবীগঞ্জ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, 'যাত্রীরা সবাই বন্ধু ছিলেন৷ তারা সবাই একসাথে নৌকার সামনের দিকে ভর করেছিলেন৷ মাঝনদীতে নৌকাটি সামনে দিক দিয়ে ডুবে যায়৷ বাকিরা সাঁতরে উঠলেও ৩ জন নিখোঁজ হয়৷ পরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল৷'

নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জানান  বলেন, 'নৌকাটি বন্দরের নবীগঞ্জ ঘাট থেকে শহরের হাজীগঞ্জের ঘাটের দিকে যাচ্ছিল৷ ঘাটের লোকজন বলছেন, নৌকাটির ধাক্কা লেগেছিল ফেরির সঙ্গে৷ বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে৷'

এদিকে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধারের পর উদ্ধার অভিযান শেষ করার কথা জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মেদ৷ 

তিনি বলেন, 'আর কারো নিখোঁজের তথ্য না থাকায় রাত সাড়ে ১২টার দিকে অভিযান শেষ করা হয়েছে৷'

 

Comments

The Daily Star  | English

Rampal fouling 2 Sundarbans rivers

The Rampal power plant began operation in late 2022 without an effluent treatment plant and has since been discharging untreated waste into the Pasur and Maidara rivers next to the Sundarbans.

4h ago