‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না’

ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ার ওবায়েদ মঞ্জিলে প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

আজ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ার নিজ বাড়ি ওবায়েদ মঞ্জিলে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি।

শামা ওবায়েদ সরকারের উদ্দেশ্যে বলেন, 'নিত্যপণ্যের মূল্য যেভাবে বাড়িয়েছেন তাতে জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই এখনো সময় আছে সাধারণ জনগণের পাশে আসুন, তাদের কাছে ক্ষমা চান, তাতে জনগণ ক্ষমা করলেও করতে পারে।' 

তিনি আরও বলেন, 'দীর্ঘ ১৪ বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করে চলেছে। এখন আমরা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। দেশে বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে পথে পথে বাধা দেওয়া হয়েছে। মানুষের ওপর আক্রমণ করা হয়েছে। তারপরেও ঠেকাতে পারে নাই, লাখ লাখ নেতা-কর্মী সমাবেশে অংশ নিয়েছে।'

শামা ওবায়েদ বলেন, 'সম্মানের সঙ্গে বিদায় নিতে হলে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে হবে। তা না হলে গণ আন্দোলনের মুখে সব ভেসে যাবে।'

আগামী ১২ নভেম্বর ফরিদপুর বিভাগীয় গণসমাবেশে সভায় উপস্থিত নেতা-কর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, 'সারাদেশের মানুষ মনে করে ফরিদপুর আওয়ামী লীগের বাড়ি। এখানে বিএনপির কোনো জায়গা নাই। আমরা ফরিদপুরের গণসমাবেশে সর্বোচ্চ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করে দিতে চাই, ফরিদপুর বিএনপির বাড়ি, ধানের শীষের বাড়ি, খালেদা জিয়ার বাড়ি, তারেক রহমানের বাড়ি। সেটা প্রমাণ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণসমাবেশে যোগ দিতে হবে।'

উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সালথা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান প্রমুখ।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago