কালীগঞ্জে ফলাফল ঘোষণার পর ছাত্রলীগ নেতার হামলা, আহত ২
ঝিনাইদহের কালীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান ডিটুর বিরুদ্ধে। হামলায় আহত হয়েছেন দুই জন।
সোমবার দুপুর আড়াইটার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আসাদুজ্জামান ডিটু ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি।
আহতরা হলেন- কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী (মাইক প্রতীকের) পোলিং এজেন্ট আলাউদ্দিন আলা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশীদ ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কনক কান্তি দাশের (চশমা প্রতীক) সমর্থক ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন। জেলা পরিষদ নির্বাচনে কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজ কেন্দ্রের ফলাফল ঘোষণা শেষে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপনের উপর চড়াও হন আসাদুজ্জামান ডিটু। এক পর্যায়ে বাঁশ নিয়ে তাকে মারধর করেন। এরপর সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মাইক প্রতীকের পোলিং এজেন্ট আলাউদ্দিন আলাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী রিপন জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবোঝি থেকে হামলার ঘটনা ঘটেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম মোল্লা জানান, কেন্দ্রের বাইরে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Comments