ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, হাসপাতালে ৮৬৪

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।
রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসা নিচ্ছেন। ছবি: সুমন আলী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১০৬ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৮৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০২ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৩০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৫৭ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৪ হাজার ৩৯২ জন রোগী।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।

Comments

The Daily Star  | English

Telcos’ service falls short of BTRC standard

Mobile operators performed poorly in the telecom regulator’s latest drive test to assess service quality, reinforcing users’ claims of experiencing substandard service.

1h ago