স্কুলের মাঠ দখল করে বাড়ি আর কলাবাগান!

৩৫ বছরের পুরোনো একটি স্কুলের মাঠ দখল করে নির্মাণ করা হয়েছে বাড়ি, গড়ে উঠেছে কলার খেত। আর অদ্ভুত এই ঘটনা ঘটেছে লালমনিরহাটের কুরুল কালীবাড়ী নিগমানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

Comments