চলন্ত বাসের চাকা খুলে সড়ক বিভাজকে ধাক্কা, নিহত ১, আহত ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসের চাকা খুলে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ বাস দুর্ঘটনা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসের চাকা খুলে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এক যাত্রীর নিহত ও ৫ জন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসের চাকা খুলে সড়ক বিভাজকে ধাক্কা লেগে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিমরাইল এলাকায় এই ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. শরফুদ্দিন জানান।

তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তি ষাটোর্ধ্ব বলে জানিয়েছেন মো. শরফুদ্দিন।

তিনি বলেন, 'হোমনা সুপার সার্ভিস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। কাঁচপুর সেতু পার হওয়ার পর শিমরাইল এলাকায় বাসের তিনটি চাকা খুলে যায়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক বিভাজকে গিয়ে ধাক্কা লাগে। এই ঘটনায় একজন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচ যাত্রী।'

দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়েছেন জানিয়ে শরফুদ্দিন বলেন, এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Comments