জাবিতে র‍্যাগিং বন্ধের দাবিতে মানববন্ধন ও বিবৃতি

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‍্যাগিং তথা শিক্ষার্থী নির্যাতনের ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে জাবি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই দাবিতে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি আবু সাঈদ বলেন, 'যারা সন্ত্রাস ও দুর্বৃত্তপনা করে যাচ্ছে প্রশাসন তাদের প্রকাশ্যে ও নির্লিপ্তভাবে ছায়া দিয়ে আসছে। যারা র‌্যাগিং করে তারা শুধু এই বিশ্ববিদ্যালয়ের নয়, এই দেশেরও শত্রু।'

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, হলসহ বিশ্ববিদ্যালয়ের আনাচে-কানাচে যারা এই ধরনের অপ্রীতিকর কাজের সঙ্গে যুক্ত তাদেরকে যেন খুব দ্রুত শাস্তির আওতায় আনা হয়। এ ছাড়া এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কেউ না ঘটায় তার দৃষ্টান্ত স্থাপন করা হোক।'

ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়ের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন বলে, র‍্যাগিং বন্ধে প্রশাসনের ঘোষিত 'জিরো টলারেন্স' ফাঁপা বুলি ছাড়া কিছুই না।

ছাত্র ইউনিয়নের নেতারা আরও বলেন, প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় হলে সিট বণ্টনের দায়িত্ব ছাত্রলীগের হওয়ায় সিট পেতে হলে নবীন শিক্ষার্থীদের নিপীড়ন সহ্য করা ছাড়া উপায় থাকে না। প্রশাসনের চিরায়ত নির্লিপ্ত অবস্থানের কারণে র‍্যাগিংয়ের ফলে মানসিক ভারসাম্য হারানো, গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি- এসব কালিমায় বিশ্ববিদ্যালয় কলুষিত।

এ ছাড়া, গত ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গেস্টরুমে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার নিন্দা জানান ছাত্র নেতারা।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago