নাখালপাড়ায় স্কুলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনায়েদের মা হাজেরা আক্তার জোনাকী। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার নাখালপাড়া লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়ে জুনায়েদ বাগদাদী (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জুনায়েদ নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হলে জুনায়েদকে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সকাল সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুনায়েদ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমান জুয়েলের ছেলে। জুয়েল সপরিবারে তেজগাঁও পূর্ব নাখালপাড়ায় বসবাস করেন এবং ঢাকায় কাপড়ের ব্যবসা করেন।

জুয়েল ঢামেক হাসপাতালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, প্রতিদিনের জুনায়েদ সকাল সোয় ৯টার দিকে বাসা থেকে স্কুলের উদ্দেশে বের হয়। কিছুক্ষণ পরে খবর পাই ট্রেনের ধাক্কায় সে আহত হয়েছে। পথচারীরা তাকে উদ্ধার করে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেছে। সেখানে চিকিৎসকের সঙ্গে কথা বলেছে জুনায়েদ, আমার মোবাইল নম্বর দিয়েছে।

তিনি আরও বলেন, 'স্থানীয় লোকজনের কাছে শুনেছি, ট্রেন আসার সময় একটি ছেলে লাইনের পাশ দিয়ে হাঁটছিল। জুনায়েদ তাকে টেনে সরাতে গিয়ে নিজেই আহত হয়।'

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থীর মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Former Narayanganj mayor Selina Hayat Ivy arrested

She was arrested around 5:45am today following a night-long raid at her Deobhog residence

1h ago