ফেনীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

ফেনীতে মাদক মামলায় মো. ইসমাইল (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিচারিক আদালতের সিনিয়র সহকারী কৌঁসুলি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন।

ইসমাইল ফেনী সদর উপজেলার পূর্ব কাছাড় গ্রামের আলী নেওয়াজের ছেলে।

সূত্র জানায়, ২০১৪ সালের ১১ এপ্রিল সন্ধ্যায় ইসমাইলকে ২৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরবর্তীতে পুলিশের গোয়েন্দা শাখার তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) দুর্লভ চন্দ্র দাস বাদী হয়ে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৫ সালের ৩০ এপ্রিল আদালত অভিযোগ গঠন করেন। শুনানিকালে আদালতে ৮ জন সাক্ষ্য দেন।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

2h ago