ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত অন্তত ৩৫

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স। ছবি কৃতজ্ঞতা: ইন্ডিয়া টুডে

ভারতের গুজরাটের মোরবিতে আজ রোববার ঝুলন্ত সেতু ধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সেতুটি ধসে পড়ার সময় প্রায় ৫০০ জন ছিলেন। এখনো প্রায় ১০০ জন পানিতে আটকা পড়ে আছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গেও কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এছাড়া, রাজ্য সরকার নিহতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেবে।

মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে পুনরায় চালু করা হয়।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago