ইমরান খান গুলিবিদ্ধ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন।
পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Heinous assassination attempt on the brave @ImranKhanPTI I thank Allah that he is safe but injured with few bullets in his leg & hopefully non-critical. This attack is shocking, alarming, disgraceful, deceitful & cowardly. May Allah give him health & to all those injured.
— Dr. Arif Alvi (@ArifAlvi) November 3, 2022
ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আজ বৃহস্পতিবার ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালীন ইমরান খান গুলিবিদ্ধ হন। ইমরান খানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। তার পায়ে ৩ থেকে ৪ বার গুলি করা হয়েছে।
Injured in the assassination attempt on Imran Khan, Senator @FaisalJavedKhan speaks exclusively. #عمران_خان_ہماری_ریڈ_لائن_ہے pic.twitter.com/PyrgQoeTs7
— PTI (@PTIofficial) November 3, 2022
ঘটনার পরপরই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ফাওয়াদ বলেন, 'হামলায় সিনেটর ফয়সাল জাভেদ ও আহমেদ চাট্টাসহ ৩ জন আহত হয়েছেন।'
একে দুঃখজনক ও কাপুরুষোচিত হামলা বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী। এক টুইটে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান তিনি।
আগাম নির্বাচনের দাবিতে গত শুক্রবার করাচি থেকে রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লংমার্চ শুরু করেন ইমরান খান। এই লংমার্চে কন্টেইনার ব্যবহার করে বিশেষ গাড়ি তৈরি করা হয়েছে। এই গাড়িতে যাত্রা করেন ইমরান খান।
Comments