টেকনাফে ৫ মানবপাচারকারী গ্রেপ্তার

গ্রেপ্তার ৫ মানবপাচারকারী। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৫ মানবপাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেসময় তাদের কবল থেকে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম।

তিনি বলেন, 'গ্রেপ্তার ৫ জনই মানবপাচার মামলার আসামি। তারা আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে অনেকদিন পলাতক ছিলেন।' 

আসামিরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের তুলাতুলি এলাকার মো. বেলাল, আব্দুর রহমান ও আব্দুর রশিদ এবং একই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার জাহাঙ্গীর আলম ও মো. জাহাঙ্গীর।

সেসময় জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে মো. সাহেদকে উদ্ধার করা হয়। তিনি ঝিমংখালী এলাকার আজিজুল হকের ছেলে। তাকে সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে আটকে রাখা হয়েছিল। 

ওসি আবদুল হালিম আরও জানান, আজ শুক্রবার ৫ মানবপাচারকারী ছাড়াও গত ৩ দিনে মানবপাচার মামলার ৪ আসামিসহ বিভিন্ন মামলার পলাতক মোট ৩২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Comments