আজ ‘হাওয়া’র ১০০ দিন

হাওয়া সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মেজবাউর রহমান সুমন পরিচালিত 'হাওয়া' সিনেমাটি চলতি বছরের ২৯ জুলাই প্রথমে ২৪টি প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছিল। আজ 'হাওয়া' সিনেমা মুক্তির ১০০ দিন পূর্ণ করছে।

মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে 'হাওয়া' সিনেমার বিশেষ শো আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। বাংলা সিনেমার জন্য কোনো সিনেমার এতোটাদিন পূর্ণ করা সত্যি অনেক আনন্দের বিষয়। বাংলা সিনেমার পালে নতুন হাওয়া দিয়েছে সিনেমাটি।

মুক্তির পর থেকে 'হাওয়া' সিনেমাটি প্রতি শুক্রবার ও শনিবার এখনো হাউজফুল চলছে মাল্টিপ্লেক্সগুলোতে। জানা গেছে, দেশের মাল্টিপ্লেক্সগুলোতে 'হাওয়া' সিনেমার ১৪ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে।

মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন।

'হাওয়া' সিনেমাটি কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে অস্কারে গেছে এ ছবি। 
সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, মাহমুদ আলম, বাবলু বোসসহ অনেকেই।

সিনেমাটির 'সাদা সাদা, কালা কালা' গান প্রকাশের পর ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সব শ্রেণির মানুষের কাছে এখন পছন্দের শীর্ষে রয়েছে গানটি। গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। কথা ও সুর করেছেন হাশিম মাহমুদ। মুক্তির আগে গান আলোচিত হলে সিনেমা হিট হয়, 'হাওয়া' তার প্রমাণ।

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

3h ago