মুক্তির একদিন পর স্টার সিনেপ্লেক্স থেকে ‘শ্যামা কাব্য’ নামল যে কারণে

'শ্যামা কাব্য' সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স থেকে নিজের পরিচালিত শ্যামা কাব্য' সিনেমাটি সরিয়ে নিয়েছেন পরিচালক বদরুল আনাম সৌদ। 

গত ৩ মে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির একদিন পর সিনেমাটি সিনেপ্লেক্স থেকে তুলে নিয়েছেন সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বঙ্গ বিডি। 

বিষয়টি নিয়ে আজ রোববার সকালে কিছু অভিযোগ জানিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পরিচালক। 

তার অভিযোগ ছিল, ছবি মুক্তির দিনই প্রায় হাউজফুল শো বাতিল করা, সিনেমার পর্দা সমস্যা, একটি শো'র ক্ষেত্রে যথাযথভাবে বিরতি না দেওয়া ও টিকিট বিক্রির তথ্যের গড়মিল।

জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিবেশক বঙ্গ বিডি সিনেমাটি এখানে চালাতে চাচ্ছে না। সে কারণে সিনেমাটি স্টার সিনেপ্লেক্সে এখন চলছে না। "শ্যামা কাব্য" সিনেমার পরিবর্তে এখন আমরা "কাজলরেখা" চালাচ্ছি।'

সরকারি অনুদানে নির্মিত 'শ্যামা কাব্য' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। 

আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ, সেতু প্রমুখ। 

 

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago