রাশিয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৩

রাশিয়ার কোস্ট্রোমাতে আগুন নেভানোর জন্য কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। ৫ নভেম্বর, ২০২২। ছবি: রয়টার্স

রাশিয়ার কোস্ট্রোমা শহরের একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আজ শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, কোস্ট্রোমা প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের একটি শহর। এটি ভলগা নদীর তীরে অবস্থিত এবং মস্কো থেকে ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

দেশটির বিচার বিভাগীয় তদন্ত কমিটির এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ১৩ জন নিহত হয়েছেন।

সকাল ৭টা ২৯ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর।

তদন্ত কর্মকর্তাদের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, দেশটির অগ্নিনির্বাপক কর্মীরা ভবনের ভেঙে পড়া ও ধসে পড়া ছাদে পানি স্প্রে করছেন।

Comments

The Daily Star  | English

Trump order doubles tariffs on India to 50%

Trump today ordered an additional 25 percent tariff on Indian goods over New Delhi's continued purchase of Russian oil

45m ago