বিদায়ী ম্যাচে মাঠেই নামা হলো না পিকের
বার্সেলোনার জার্সিতে শেষ ম্যাচটা হয়তো মনে রাখতেই চাইবেন না জেরার্দ পিকে! বুটজোড়া তুলে রাখার আগে লাল কার্ড দেখায় মাঠে নামারই সুযোগ পেলেন না ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডার। ফলে একরাশ হতাশা নিয়েই ১৪ বছরের বার্সেলোনা ক্যারিয়ারের ইতি টানতে হলো তাকে।
মঙ্গলবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ওসাসুনার মাঠে বার্সার শুরুর একাদশে ছিলেন না অভিজ্ঞ তারকা পিকে। মাত্র ষষ্ঠ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে নেন দাভিদ গার্সিয়া। এরপর ৩১তম মিনিটে বার্সেলোনা পরিণত হয় ১০ জনের দলে। ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন পোলিশ স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কি।
ম্যাচের প্রথমার্ধে একবারও জালের দেখা পায়নি ব্লগ্রানারা। সেসময় বেঞ্চে বসে মেজাজ হারাচ্ছিলেন পিকে। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে রেফারির একটি সিদ্ধান্তে দ্বিমত করেন তিনি। ফলে লেভানদভস্কির পর লাল কার্ড দেখতে হয় তাকেও। ফলে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠেই নামা হয়নি তার।
এর আগে লেভানদোভস্কি লাল কার্ড দেখার পরও রেফারি গিল মানজানোর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন পিকে। সেসময় কোনো শাস্তি পেতে না হলেও পরে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। বার্সার জার্সিতে ১৪ বছরে ৬১৬ ম্যাচ খেলে ৩০টি শিরোপা জেতা এই সেন্টার-ব্যাকের পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটার সঙ্গে তাই জড়িয়ে থাকল আক্ষেপ।
১০ জন খেলোয়াড় নিয়েও শেষ পর্যন্ত ওসাসুনাকে হারিয়ে দেয় বার্সেলোনা। পেদ্রির ৪৮তম ও রাফিনহার ৮৫তম মিনিটের গোলে ২-১ ব্যবধানে জেতে জাভির শিষ্যরা।
লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে বার্সা। ১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে তাদের অর্জন ৩৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে দুইয়ে।
Comments