ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ নিহত ২

নিহত ইউসুফ ও আলমগীর। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ছাত্রদল নেতাসহ মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ এবং একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর। এদের মধ্যে ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, আজ সন্ধ্যায় ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম নামের একজন মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে একটি ট্রাককে অভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। পেছনে থাকা কিশোরগঞ্জগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়। নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।'

Comments

The Daily Star  | English
rohingya-migration

Myanmar solely responsible for creating favourable conditions for Rohingyas’ return: UN

11 Western countries stress lasting solution hinges on peace and stability in Myanmar

43m ago