মুন্সীগঞ্জে ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

ঘাতক ট্রাকটি। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের শান্তিনগর এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকচাপায় মা-মেয়ে নিহত হয়েছে।

আজ শনিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় নিহতরা হলেন—লিপি বেগম (৩৫) ও তার ১০ মাসের মেয়ে আলিশা।

তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ মাসের মেয়ে আলিশাকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন লিপি বেগম। এ সময় মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি সামনে থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে মেয়েকে নিয়ে ছিটকে পড়ে ট্রাকচাপায় নিহত হন তারা দুজনই।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

5h ago