ফারদিনের মোবাইল ফোনের সর্বশেষ লোকেশন ছিল নারায়ণগঞ্জের চনপাড়া

ফারদিন নূর পরশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷

আজ শুক্রবার দুপুরে তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র (চনপাড়া বস্তি) এলাকায় সর্বশেষ তার মোবাইল ফোনের সিগনাল পাওয়া গেছে। 

তিনি আরও জানান, গত ৪ নভেম্বর রাত ১১টার দিকে চনপাড়ায় ফারদিনের মোবাইল ফোনের সিগনাল পাওয়া যায়। এরপর থেকে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, 'আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট ফারদিন হত্যাকাণ্ড নিয়ে কাজ করছে৷ ফারদিনের বন্ধু বুশরার ভাষ্য মতে, রাত ১০টায় ফারদিন তাকে রামপুরা এলাকায় নামিয়ে দেয়৷ এরপর ফারদিনের মোবাইল ফোনের লোকেশন ছিল কেরানীগঞ্জ, ডেমরা ও চনপাড়ায়৷ ফারদিন নিজেই চনপাড়ায় এসেছিল নাকি তার মোবাইল ফোনটি কেউ নিয়ে এসেছিল সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি৷ ফারদিনকে এখানেই খুন করা হয়েছে কি না সে বিষয়েও তদন্ত চলছে৷'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago